Bible Blossom Storyteller’s Handbook, Bengali-Islamic Edition
এপি ফ্্ যযানি: ঈসা মশীহে র প্রকাশ • 155
চূড় ান্ত পর্্যযায় ৩. প্রলো�োভনকারী ইবলিশ ঈসা মশীহের কাছে আসে এবং ঈসা মশীহকে তিনবার প্রলো�োভিত করার চেষ্টা করে। প্রতিবারই ঈসা মশীহ পাক-কিতাব থেকে উত্তর প্রদান করেন। ৪. ইবলিশ ঈসা মশীহকে পাথরকে রু টিতে পরিণত করার জন্্ য প্রলুব্ধ করে। ঈসা মশীহ উত্তরে বলেন, মানুষ কেবল রু টিতে বাঁচবে না,কিন্তু আল্লাহ্র মুখ থেকে যে প্রত্্ যযেক কালাম বের হয়,তাতেই বাঁচবে। ৫. ইবলিশ ঈসা মশীহকে বায়তুল-মো�োকাদ্দসের চূড় ার উপর থেকে লাফিয়ে পড়তে প্রলুব্ধ করে, এটা পরীক্ ষা করার জন্্ য যে ফেরেশতারা তাঁকে তুলে ধরেন কিনা। ঈসা মশীহ আল্লাহকে পরীক্ ষা করতে অস্বীকার করলেন। ৬. এরপর ইবলিশ ঈসা মশীহকে উঁচু পর্্বতের উপর নিয়়ে যায় এবং ঈসা মশীহকে পৃথিবীর সমস্ত রাজ্্ যযের উপর কর্্ততৃত্ব করার জন্্ য প্রলুব্ধ করে, যদি ঈসা মশীহ ইবলিশকে ভূম িষ্ঠ হয়ে সেজ্্ দদা করেন। ঈসা মশীহ উত্তরে বলেন যে তিনি কেবলমাত্র আল্লাহ মালিককেই সেজদা করবে এবং কেবল তাঁরই এবাদত করবেন। সমাপনী ঘটনাবলী ও পরিনতি ৭. এরপর ইবলিশ ঈসা মশীহকে ছেড়় ে চলে যায় এবং ফেরেশতারা কাছে এসে তাঁর পরিচর্্যযা করতে লাগলেন।
পুরাতন শরীয়তের ভিত্তিমূল: পুনর্্মমূ ল্্ যযায়ন (তিনি হলেন নতুন দাউদ, নবী, ইস্রায়় েল, "প্রতিটি ব্্ যর্্থতা যা তিনি তুলে নিয়় েছেন ও সংশো�োধন করেছেন" সকল মানবজাতির পরিবর্্ ততে নিজের প্রাণ প্রয়শ্চিত্ত রূপে কো�োরবানী দিলেন)
আদন উদ্্ যযানে সর্্প,প পয়দাদেশ ৩: ১-৭ (পৃ. ৩৮) যেখানে আদম এবং হাওয়া ইবলিশের প্রলো�োভনে পড়় েছিলেন, সেখানে ঈসা মশীহ প্রতিরো�োধ করেন এবং প্রলো�োভনকে জয় করেন।
মরু প্রান্তরে ইস্রায়় েলীয়রা,শুমারী ১৪:১১-৪৫ (পৃ. ৭৮) ইস্রায়় েল জাতিকে যেমন মরু প্রান্তরে প্রলো�োভনের মুখো�োমুখি হয়় েছিল, তেমনি ঈসা মশীহকেও প্রলো�োভনের জন্্ য মরু প্রান্তরে নিয়়ে যাওয়়া হয়় েছিল।
Made with FlippingBook - Online catalogs