Bible Blossom Storyteller’s Handbook, Bengali-Islamic Edition

এপি ফ্্ যযানি: ঈসা মশীহে র প্রকাশ • 161

• ঈসাা মশীীহ • সাাহাাবীীগন • নাামহীীন বদ-রূহে� পাাওয়াা ব্যযক্তি� • বদ-রূহদে�র একটি� বাাহি�নীী • নগরবাাসীী

প্ রধান

চরিত্ রসমূহহ

প্ লট

ভূমমি কা এবং প্রারম্ভিক ঘটনাসমূহহ ১. ঈসা মশীহ একটি নৌ�ৌকা করে গালীল সমুদ্র পার করেন।

২. ঈসা মশীহ তীরে পা রাখার সাথে সাথেই, কবরস্থানে বসবাসকারী এক বদ-রূহে পাওয়া ব্্ যক্তি তাঁর দিকে চিৎকার করতে করতে ছুটে আসে। ৩. সেই বদ-রূহে পাওয়া ব্্ যক্তিটি কবরস্থানে বাস করতো�ো, সবসময়়ে চিৎকার করতো�ো ও নিজেকে আঘাত করত, এবং কেউই তাকে নিয়ন্ত্রণ করতে পারতো�ো না। চূড় ান্ত পর্্যযায় ৪. বদ-রূহে পাওয়া ব্্ যক্তি ঈসা মশীহের নিকট অনুরো�োধ জানালেন যে তিনি যেন তাকে যন্ত্রণা না দেন। ৫. ঈসা মশীহ যখন তার নাম জিজ্ঞাসা করলেন,তখন সেই ব্্ যক্তিটি বললেন যে তার ভিতর বদ-রূহদের একটি বাহিনী রয়় েছে। ৬. বদ-রূহরা পাহাড়় ের ধারে অবস্থিত শূকরের পালের মধ্্ যযে তাদেরকে পাঠানো�োর জন্্ য অনুরো�োধ করে। ঈসা মশীহ এই অনুরো�োধ মঞ্জু র করেন, এবং শূকরগুলো�ো পাহাড় ঢাল বেয়ে ছুটে এসে সমুদ্রে ডুবে মারা গেল। সমাপনী ঘটনাবলী ও পরিনতি ৭. শূকরদের পালনকারীরা দৌ�ৌড়়ে গিয়়ে শহরের লো�োকেদের ডেকে আনলো�ো। ৮. শহরের লো�োকেরা সেই স্থানে এসে ঈসা মশীহকে সেই স্থান ছেড়় ে চলে যেতে বলল। ৯. যে ব্্ যক্তিটি বদ-রূহদের গ্রাস থেকে মুক্তি পেয়় েছিল, সে ঈসা মশীহকে অনুসরণ করার জন্্ য অনুরো�োধ করতে লাগল। কিন্তু ঈসা মশীহ তাকে বললেন যে প্রভু তার জন্্ য কি মহৎ কাজ করেছেন তা সকলকে গিয়়ে জানাতে। ১০. এই ব্্ যক্তিটি তার এই কাহিনীর দ্বারা সকলকে অবাক করেছিল।

Made with FlippingBook - Online catalogs