Bible Blossom Storyteller’s Handbook, Bengali-Islamic Edition

এপি ফ্্ যযানি: ঈসা মশীহে র প্রকাশ • 171

পটভূম ি

• একটি� জনশূূন্যয পাাহাাড়। • গাালীীল সাাগর

• ঈসাা মসীীহ্ • সাাহাাবীীগন • পি�তর

প্ রধান চরিত্ র

প্ লট

ভূমমি কা এবং প্রারম্ভিক ঘটনাসমূহহ ১. লো�োকদেরকে বিদায় দেওয়়ার পর এবং সাহাবীদেরকে আগেই একটি নৌ�ৌকা করে চলে যেতে বলার পর, ঈসা মসীহ্ একাকী একটি নির্্জন পাহাড়় ের উপরে মো�োনাজাত করতে যান। ২. সমুদ্রের মধ্্ যযে নৌ�ৌকাটি প্রতিকূল আবহাওয়াতে দুলতে-দুলতে তীর হতে অনেকটা দূর ে চলে গিয়় েছিল। চূড় ান্ত পর্্যযায় ৩. ঈসা মসীহ্ পানির উপর দিয়়ে হেঁটে তাদের কাছে আসলেন। ৪. সাহাবীরা ভূত মনে করে ভয় পেয়় েছিলেন, কিন্তু ঈসা মসীহ্ তাদেরকে ডাকলেন ও তাদের মনকে শান্ত করলেন। ৫. পিতর নৌ�ৌকা থেকে নেমে পানির উপর দিয়়ে ঈসা মশীহের দিকে হেঁটে যেতে শুরু করেন। চারপাশে তাকিয়়ে প্রচন্ড ঝড়ো�ো বাতাসে উত্তাল ঢেউ দেখে তিনি ডুবে যেতে থাকলেন। ৬. ঈসা মসীহ্ পিতরের হাত ধরে ডুবে যাওয়়া থেকে বাঁচালেন। সমাপনী ঘটনাবলী ও পরিনতি ৭. ঈসা মসীহ্ পিতরকে জিজ্ঞাসা করলেন কেন তিনি সন্ দেহ করলেন। ৮. যখন তারা নৌ�ৌকায় ফিরে আসে, তখন সাহাবীরা তাঁকে সেজ্দ‌া করে বললেন, সত্্ যযিই আপনি আল্লাহ‌র পুত্র।

Made with FlippingBook - Online catalogs