Bible Blossom Storyteller’s Handbook, Bengali-Islamic Edition
এপি ফ্্ যযানি: ঈসা মশীহে র প্রকাশ • 173
পটভূম ি
একটি উঁচু পর্্বত।
• ঈসাা মসীীহ্ • পি�তর, ইয়াাকুুব ও তাঁঁ�র ভাাই ইউহো�োন্নাা -ঈসাা মশীীহে�র সাাহাাবীীদে�র কে�ন্দ্রীীয় একটি দল • মূূসাা এবংং ইলি�য়াাস • আল্লাাহ মাাবুুদ ভূমমি কা এবং প্রারম্ভিক ঘটনাসমূহহ ১. ঈসা মশীহ পিতর, ইয়াকুব ও তাঁর ভাই ইউহো�োন্নাকে সঙ্গে করে বিরলে একটি উঁচু পর্্বতে নিয়ে গেলেন। ২. পরে ঈসা মশীহ তাঁদের সাক্ ষাতে রূপান্তরিত হলেন; তাঁর মুখ সূর্্ যযের মত উজ্জ্বল এবং তাঁর পো�োশাক আলো�োর মত সাদা হল। চূড় ান্ত পর্্যযায় ৩. ঈসা মশীহের সাথে মূসা এবং ইলিয়াসকেও দেখা গেলো�ো, এবং ঈসা মশীহ তাদের সাথে কথো�োপকথন করতে লাগলেন। ৪. পিতর এই পর্্বতের উপরে তিনটি কুঠির তৈরি করতে চাইলেন। ৫. পিতর কথা বলছিলেন, এমন সময়ে একখানি উজ্জ্বল মেঘ তাঁদেরকে ছায়া করলো�ো, সেই মেঘ থেকে এই বাণী হল, ‘ইনিই আমার প্রিয় পুত্র, এঁতেই আমি প্রীত, এঁর কথা শো�োন’। সমাপনী ঘটনাবলী ও পরিনতি ৬. এই কথা শুনে সাহাবীরা উবুড় হয়ে পড়লে ন এবং ভীষণ ভয় পেলেন। ৭. যখন তারা আবার উপরের দিকে তাকায়, তখন তারা কেবল ঈসা মশীহকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেন।
প্ রধান
চরিত্ রসমূহহ
প্ লট
পুরাতন শরীয়তের ভিত্তিমূল: মশীহ একজন নবী এবং শরীয়ত প্রণেতা
মূসার উজ্জ্বল মুখমন্ডল, হিজরত ৩৪:২৯ ঠিক যেমন আল্লাহ মাবুদের সহিত পর্্তব ে থাকাকালীন হজরত মূসার মুখমন্ডল যেমন উজ্জ্বলরূপ ধারন করেছিল, ঠিক একইভাবে পর্্তব ের উপরে ঈসা মশীহের মুখমন্ডল উজ্বল হয়় ে উঠেছিল ও রূপান্তরিত হয়় েছিল।
Made with FlippingBook - Online catalogs