Bible Blossom Storyteller’s Handbook, Bengali-Islamic Edition
যীশুর মৃত্্যযুর পূর্্ববে র চল্লিশ দিন (লেন্ট): ঈসা মশীহে র নম্রতা • 183
আল্লাহ্ ও তাঁর সমগ্র রাজ্্ য আনন্দে উল্লাস করে যখন হারিয়়ে যাওয়়া মানুষেরা তাঁর কাছে ফিরে আসে।
বিষয়বস্ তু
পটভূম ি
ঈসা মসীহ্ কর-আদায়কারী এবং গুনাহগারকে গ্রহন করায় ফরীশীরা অসন্্ ততোষ প্রকাশ করে।
• ঈসাা মসীীহ্ – এই দৃৃষ্টাান্তে�র গল্পকাার • পি�তাা • ছো�োট ছে�লে� • বড় ভাাই
প্ রধান চরিত্ র
হরিয়ে যাওয়া ছেলেটি ফিরে আসে।
প্ লট
ভূমমি কা এবং প্রারম্ভিক ঘটনাসমূহহ ১. ঈসা মসীহ্ একটি দৃষ্টান্ত বলেছিলেন। ২. একজন পিতার দুটি ছেলে ছিল। ছো�োট ছেলে উত্তরাধিকারের তার সম্ পত্তির অংশ পিতার কাছে চেয়ে নেয়। ৩. তার সম্ পত্তি নিয়়ে সেই ছেলেটি দূর দেশে চলে যায়, যেখানে সে তার সমস্ত অর্্থ কড়ি বিশৃঙ্খল জীবনযাপনে হারিয়়ে ফেলে। চূড় ান্ত পর্্যযায় ৪. ছো�োট ছেলেটি এমন বিপর্্যয় অবস্থায় পৌঁছে যায় যে ক্ষু ধায় সে শূকরদের খাবারও খেতে রাজি হয়। সে গো�োলাম হিসেবেই তার বাবার বাড়় িতে ফিরে যাওয়়ার সিদ্ধান্ত নেয়। ৫. যখন সে বাড়় িতে ফিরে আসলো�ো, তখন তার বাবা তাকে দেখে এত খুশি হলেন যে তাকে স্বাগত জানাতে ছুটে গেলেন, তাকে নতুন পো�োশাক পড়ালেন এবং ছেলে ফিরে আসার আনন্দে একটি বৃহৎ আকারের খানাদানার আয় োজন করলেন। ৬. বড় ভাই খানাদানার আয় োজন আসতে অস্বীকৃতি জানায়, তাই বাবা তার সাথে কথা বলতে যান। ছো�োট ছেলের ফিরে আসার আনন্দে বাবা যেভাবে আনন্দ উদযাপন করছেন তাতে বড় ভাই ক্রুদ্ধ হন। সমাপনী ঘটনাবলী ও পরিনতি ৭. বাবা বড় ছেলেকে বুঝিয়ে বলেন যে আমাদের আমো�োদ প্রমো�োদ ও আনন্দ করা উচিত, কারণ তো�োমার এই ভাই মারা গিয়েছিল, এখন বেঁচে উঠেছে; হারিয়ে গিয়েছিল, এখন পাওয়া গেছে।
Made with FlippingBook - Online catalogs