Bible Blossom Storyteller’s Handbook, Bengali-Islamic Edition
পবি ত্র সপ্তাহ: ঈসা মশীহে র দুঃখভো�োগ • 193
প্ লট
ভূমমি কা এবং উদীয়মান পদক্ ষেপ ১. নিস্তারপর্্ব উদযাপনের সময় আসলে, তখন ঈসা মশীহ পিতর ও ইউহো�োন্নাকে জলের পাত্র বহনকারী একজন লো�োককে খুঁজে বের করতে পাঠালেন, যিনি তাদেরকে মেজবানীর সেই নিদ্দিষ্ট স্থানে নিয়়ে যাবে। ২. ঠিক যেমন ঈসা মশীহ বলেছিলেন, তেমনই তারা সেই ব্্ যযাক্তিকে খুঁজে পেলেন এবং নিস্তারপর্্ব এর মেজবানীর আয় োজন করলেন। চূড় ান্ত পর্্যযায় ৩. মেজবানীর সময় ঈসা মশীহ রু টি নিয়ে শুকরিয়া পূর্্ বক ভাঙ্গলেন এবং সাহাবীদেরকে দিলেন, বললেন, এ আমার শরীর, যা তো�োমাদের জন্্ য দেওয়া যাচ্ছে, আমার স্মরণার্্ থথে এরকম করো�ো।" ৪. আর সেভাবে তিনি ভো�োজন শেষ হলে পানপাত্রটি নিয়ে বললেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তো�োমাদের নিমিত্ত পাতিত হয় ।” সমাপনী ঘটনাবলী ও পরিনতি ৫. ঈসা মশীহ তাঁর সাহাবীদের বলেন যে তাদের মধ্্ যযে থেকে একজন তাঁর সহিত বিশ্বাসঘাতকতা করবে। ৬. তারা এই সংবাদ শুনে বিচলিত হলেন এবং বো�োঝার চেষ্টা করলেন যে কে সেই ব্্ যক্তি যিনি এই ধরনের কাজ করতে পারেন।
Made with FlippingBook - Online catalogs