দপতা ঈশ্ বর Capstone Module 6, Bengali Edition

/ 5 9

পিতা ঈশ্বর

খ। ২য় ভ্ রান্ত: ঈশ্বর এই বিশ্ববহ্ মাণ্ডর ক্রিয়াকলাপ থেকে নিজেকে পৃথক ও বিচ্ ছন্ন করে রেখেছেন।

১। ঈশ্বর এই বিশ্ববহ্ মণ্ডকে সৃষটি করে সেটাকে পরিচালনা করার জন্য সেই সৃষটির উপর ছেড়ে দেননি (ঠিক একটি মেশিনের মত�ো)।

২। ঈশ্বর ব্যক্তগত ভাবে মানবজাতির ক্রিয়াকলাপের প্রত্ যেকটি মুহূর্ তের মধ্যে জড়িত আছেন এবং তাঁর নিজের উদ্দেশ্যর জন্য সৃষটিকে ধরে রাখেন।

৩। এটা দিসিম মতবাদের প্রতি উত্র দিয়ে থাকে (যা দাব করে যে ঈশ্বর স্বর্গ ও পৃথিব সৃষটি করেছেন, কিন্তু সেটাকে তিনি নিজের ইচ্ছ অনুযায় পরিচালিত হওয়ার জন্য ছেড়ে দিয়েছেন)।

2

গ। ৩য় ভ্ রান্ত: ফ্যাটালিসিম অথবা ভাগ্য হল এই সৃষটির অথবা মানব ইতিহাসের কেন্ দ্ রল।

১। সর্বশক্ তিান পিতা ঈশ্বর এই বিশ্ববহ্ মাণ্ডর উপর কর্তৃত্বে আছেন।

২। উভয় প্রকৃতি ও মানব ক্রিয়াকলাপের মধ্ যে ঈশ্বরের উচ্চ পরিকল্পনা ও উদ্দশ্য রয়েছে।

৩। ঈশ্বরের ঐশ্বরিক যত্ন এই বর্তমান কালের সকল প্রাণকে স্ পর্শ করে, এবং শু খ্রীষ্টর দ্বতয় আগমনের সময়ে একটি নতুন স্বর্গ ও নতুন পৃথিব সুনিশচিত করবেন।

৪। বাস্তবে, সেই সকল মানুষদের জন্য সকল কিছুই মঙ্গলার্ থে ঘটে, যারা তাঁর উচ্চ পরিকল্পনা ও উদ্দশ্য অনুযায় আহূত।

ঘ। ৪র্থ ভ্রান্ত: এখন যা কিছু আছে, সেই সব কিছু আগে থেকে ছিল এবং চিরকাল থাকবে (এটাকে বলা হয় ডিটারমিনিসিম)।

Made with FlippingBook flipbook maker