দপতা ঈশ্ বর Capstone Module 6 - Mentor's Guide, Bengali Edition
7 0 /
পিতা ঈশ্বর
যেহেতু তারা সম্পূর্ণ ভাবে ঈশ্বরের ত্রি-একতাকে বুঝতে পারে না, তারা ত্রিত্ব ঈশ্বর সম্বনধে শাস্ত্রের শিক্ ষািকে প্রত্যাখ্যান করেছে, যদিও বাইবেল স্ পষ্ ভাবে পিতা, পুত্র ও পবিত্র আত্ মর ঈশ্বরত্বকে দাবী করেছে। তাদের মতবাদ অনুযায়ী, যীশু হলেন প্রধান স্বর্গদূত মিখায়েল এবং পবিত্র আত্ম হলেন একজন “সক্রিয় শক্ ত”, ঠিক বিদ্যুতের মত�ো। আপনি যদি এমন ক�োন ধর্মকে চ�োখের সামনে দেখতে চান যারা তাদের বিশ্বাসের মধ্ যে থেকে সকল প্রকারের রহস্য ও বিস্ময়কে বাদ দিয়ে দিয়েছে, তাহলে আপনি তা জিহ�োভা উইটনেসদের শিক্ ষর মধ্ যে খুঁজে পাবেন। আমাদের বুদ্ধি ও বিবেচনা আমাদেরকে চিৎকার করে যাই বলুক না কেন, প্রেরিতদের ও ভাববাদীদের সহজ ও সরল কথাগু লি যেন আমাদের ভিততিমূল হয়। আমাদেরকে পিতা, পুত্র ও পবিত্র আত্ মর (একক) নামে বাপ্তাইজিত করার আদেশ দেওয়া হয়েছে, এবং যীশুর বাপ্তিস্মের সময়ে, কপ�োতের ন্যায় পবিত্র আত্ম তাঁর উপর অধিষ্ঠন করেছিলেন, এবং পিতা ঈশ্বরের কণ্ঠস্বর ঘ�োষণা করেছিল যে তিনি আমাদের প্রভুর প্রতি প্রীত (মথি ৩:১৭)। ২ করিন্থয় পত্রের এই অংশটি যীশুর অনুগ্রহের কথা বলে, ঈশ্বর পিতার প্রেমের কথা বলে, এবং পবিত্র আত্ মর সহভাগীতার কথা বলে (২ করি ১৩:১৪)। তিন সদস্যকেই ঈশ্বর বলে সম ধন করা হয়, এবং তারা সকলেই সমান ভাবে মহান। তবুও, বাইবেল বলে যে শুধুমাত্র একজন ঈশ্বর রয়েছেন, তিনজন নন। ত্রিত্ব ঈশ্বরের ধারণাটি হল বাইবেলের একটি সাক্ষ্, আমাদের যুক্ তর কারণে তৈরি হয়নি। এটাতে কি আমাদের অবাক হওয়া উচিৎ যে আমাদের ঈশ্বর আমাদের চিন্তাভাবনার অতীত, এবং আমাদের ঈশ্বরকে সম্পূর্ণ ভাবে জানা অথবা বুঝতে পারা সম্ভব নয়? আসুন, আমরা আমাদের সৃষটিকর্তা ঈশ্বরের সামনে নতজানু হই, হৃদয়ের মধ্ যে আনন্দ সহকারে মথি ১১ অধ্যায় থেকে আমাদের প্রভুর এই কথাগুলিকে স্বীকৃতি জানাই: মথি ১১:২৭ - সকলই আমার পিতা কর্ত্ তৃ আমাকে সমর্ পিত হইয়াছ; আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাঁহাকে প্রকাশ করিতে ইচ্ ছ করেন, সে জানে। আসুন, আমরা শাস্ত্রের এই সত্যটিকে স্বীকৃতি জানাই এবং স্বর্ গের ঈশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্ মাে প্রশংসা দিই ও সমাদর করি। নাইসিয়ান ধর্মবিশ্বাস পাঠ করার পর (যা পরিশিষ্টর মধ্ যে দেওয়া আছে), নিচে দেওয়া প্রার্থনাটি করু ন: হে ঈশ্বর, তুমি অসীম, অনন্ত ও অপরিবর্ত নশীল, পবিত্রতায় মহিমাময়, প্রেম ও করুণায় পরিপূর্ণ , দয়া ও সত্ যে মহান। সর্ব ত্র ত�োমার কাজ ত�োমার প্রশংসা করে, এবং ত�োমার মহিমা যীশু খ্রীষ, আমাদের উদ্ধারকর্ত ার মধ্ যে প্রকাশিত হয়েছে। সুতরাং, আমরা ত�োমার প্রশংসা করি, হে ধন্য ও পবিত্র ত্রিত্ব ঈশ্বর, একমাত্র ঈশ্বর, চিরকালের জন্য। আমেন। ~ প্রেসবিটেরিয়ান চার্চ (U.S.A) এবং কাম্বারল্যান্ড প্রেসবিটেরিয়ান চার্চ, দ্যা থিওলজি অ্যান্ড অয়ারশিপ মিনিস্রি ইউনিট। বুক অফ কমন অয়ারশিপ। বুক অফ কমন অয়ারশিপ। লুইভিল, KY, ওয়েস্ টিনিস্ টর/জন নক্ প্রেস, ১৯৯৩, পৃষ্ঠ ৫১।
3
নাইসিয়ান ধর্মবিশ্ বাস ম এবং প্রার্থনা থ
Made with FlippingBook - Online Brochure Maker