রাইফ ফর হােভ : Ripe for Harvest, Bengali-Standard Edition

346 • রাইপ ফর হা ্ ভে স্ট

প্রকাশিত বাক্য ২০:১০ পদ- “যে তাদের ভুল পথে নিয়ে গিয়েছিল সেই শয়তানকে জলন্ত গন্ধকের হ্রদ ফেলে দেওয়া হল। সেই জন্তু আর ভন্ড ল�োককে আগেই সেখানে ফেলে দেওয়া হয়েছি। সেখানে তারা চিরকাল ধরে যন্ত্রণা ভ�োগ করবে।”

প্রকাশিত বাক্য ২০:১৫ পদ- “যাদের নাম সেই জীবন-বইতে পাওয়া গেল না, তাদেরও আগুনের হ্রদ ফেলে দেওয়া হল।”

গ. ঈশ্রের সমস্ শত্রুরা যখন খ্রীষর মধ্য দিয়ে ধ্বংস বা পরাজিত করা হবে যার মধ্যে রয়েছে মৃত্যু, তখন আত্মক যুদ্ধর পরিসমাপ্তি ঘটবে; আর ঈশ্র হবেন সর্ময় ক্মতার অধিকারী।

১করিন্থী ১৫:২২-২৮ পদ, “আদমের সাথে যুক্ আছে বলে যেমন সমস্ মানুষই মারা যায়, তেমনি খ্রীষর সঙ্গ যারা যুক্ আছে তাদের সবাইকে জীবিত করা হবে; তবে তার মধ্যে পালা রয়েছে- প্রথম ফলের মত প্রথমে খ্রী, তারপর যারা খ্রীষর নিজের ল�োক। খ্রীষর আসবার সময়ে তাদের জীবিত করা হবে। এর পরে খ্রী যখন সমস্ শাসন-ব্যবস্থ, অধিকার আর ক্মতা ধ্বংস করে পিতা ঈশ্রের হাতে রাজ্য দিয়ে দেবেন তখনই শেষ সময় আসবে। ঈশ্র যে পর্ন্ত না খ্রীষর সমস্ শত্রুকে তাঁর পায়ের তলায় রাখেন সেই পর্ন্ত খ্রীষ্ রাজত্ব করতে হবে। শেষ শত্রু যে মৃত্যু, তাকেও ধ্বংস করা হবে। শাস্ত্র কথামত, তিনি সব কিছুই তাঁর পায়ের তলায় রেখেছেন। সব জিনিসই অধীনে রাখা হয়েছে বললে স্পষ্ই ব�োঝা যায়, যিনি সব জিনিস খ্রীষর অধীনে রেখেছেন সেই ঈশ্র নিজেকে বাদ দিয়েই তা করেছেন। যখন সব কিছুই খ্রীষর অধীনে রাখা হয়ে যাবে, তখন যিনি সব কিছু খ্রীষর অধীনে রেখেছিলেন সেই ঈশ্রই যাতে একমাত্র কর্া হতে পারেন সেইজন্য পুত্রও নিজে ঈশ্রের অধীন হবে।”

ঘ. সমস্ যুদ্ধর ফলাফল হল�ো, সব ধরনের যুদ্ধর উপর ঈশ্র তাঁর মহিমা গ্হণ করবেন; সমস্ গ�ৌরব ও সমস্ প্রশংসা একমাত্র প্রভুরই।

যাত্রাপুস্ক ১৪:১-৪ পদ, “পরে সদাপ্রভু ম�োশিকে বললেন, তুমি ইস্রায়লীয়দের বল যেন তারা ঘুরে গিয়ে সমুদ্র মিগদ�োলের মাঝামাঝি পী-হরীর�োৎ নামে জায়গাটার কাছে তাদের ছাউনি ফেলে। জায়গাটা সমুদ্রের ধারে বাল্-সফ�োনের সামনের দিকে। এ দেখে ফর�ৌন মনে করবে ইস্রায়লীয়েরা কি করবে তা ঠিক করতে না পেরে দেশের মধ্যে ঘ�োরাফেরা করতে করতে মরু-এলাকায় আটকা পড়েছে। আমি ফর�ৌণের মন কঠিন করব আর সে তাদের পিছনে তাড়া করবে। কিন্তু ফর�ৌণ ও তার সৈন্যদল হবে আমার গ�ৌরব প্রকাশের উপায়। এতেই মিসরীয়েরা জানতে পারবে যে, আমি সদাপ্রভু। ইস্রায়লীয়েরা সদাপ্রভুর কথামতই কাজ করল।”

আরাধনা ও

IV . ঈশ্রের পরিচিতি যে একজন য�োদ্ধ হিসেবে সেটি আমাদের শহরে মন্ডলী স্থপন কাজ সম্পদনের জন্য অত্যন্ত তাৎপর্পূর্ বা গুরুত্বপূর্; চিত্র বা ছবি ও কাহিনী- আজকে লক্ষ্ বা দর্ন ও চলমান কাহিনী বা ্্্্ নাটকটি দেখুন।

প্রসঙ্গ মূল্যব�োধ/দর্ন প্রস্তুত করা শুরু বা আরম্ভ করা সমবেত বা একত্রিত করা তত্ত্বধান স্থনান্তর বা পরিবর্ন সময়সূচী/সন

ক. বিশ্ব চলমান যুদ্ বা লড়াইয়ে ঈশ্র সব সময়ই গুরুত্বপূর্রূপে বিরাজমান আছেন; তিনিই হলেন ফসলের প্রভু, মথি ৯:৩৫-৩৮ পদ।

Made with FlippingBook Ebook Creator