Bible Blossom Storyteller's Handbook, Bengali-Standard Edition
প্রতিশ্রুত দেশ • 101
সদাপ্রভু একটি মনদিরের মধ্য, যাজকদের দ্বাা নৈবেদ্ উৎসর্গে র মাধ্যম, তাঁর ল�োকেদের মাঝে উপস্থত থাকবেন।
বিষয়বস্তু
যিরুশালেম – যিরুশালেমের যে স্থান মনদির অবস্থত ছিল।
পটভূূ
• সদাপ্রভু • শল�োমন • ইস্রায়েল প্রাচীনবর্ ও যাজকরা।
প্রধান চরিত্রগুলি
প্লট
ভূ কা এবং প্রারমভিক ঘটনাগুলিূ 1. শল�োমন সদাপ্রভুর জন্ একটি মনদির নির্াণ করেন এবং নিযমসিন্দ ক মহা পবিত্র স্থান নিয় আসেন। চড়ান্ত পর্ায়্া 2. ঠিক যেমন ভাবে ম�োশির সময় ও আবাসতাঁবুর ক্ষেত্র ঈশ্বর করেছিলেন, একইভাবে ঈশ্বর একটি ঘন মেঘের মধ্য দিয় তাঁর উপস্থিতি প্রমাণ দিয়েছিলন, যা কিছু সময়ে জন্ ক�োন�ো ব্যতিকে সেই মনদিরের ভিতরে প্রবেশ করতে দিত না। 3. শল�োমন মনদিরকে উৎসর্ করার একটি প্রার্না করলেন। 4. তারপর তিনি সেখানে উপস্থত থাকা মণ্ডলিক আশীর্াদ করলেন এবং ঈশ্বরের ব্বস্থাক পালন করার দায়ত্ব দিলেন। 5. তিনি মনদিরকে উৎসর্ করার জন্ সহস্-সহস্ পশু বলি দিলেন। সমাপনী ঘটনাগুলি ও পরিণতি 6. মনদির উৎসর্গে র অনুষ্ঠানটিকে উদযাপন করার জন্ ইস্রাযলীয়া একটা বিশাল উৎসবের আয়োজন করল। 7. তারপর শল�োমন ল�োকেদের সদাপ্রভুর আনন্ সহকারে তাদের নিজেদের বাড় ফিরে যাওয়া অনুমতি দিলেন।
Made with FlippingBook - Online magazine maker