Bible Blossom Storyteller's Handbook, Bengali-Standard Edition

প্রতিজ্ঞ ও পূর্ পুরুষর া • 53

ঈশ্বর অব্রহামের এক বংশের মধ্য দিয়ে তাঁর রাজ্যে আশীর্াদকে সমগ্র পৃথিবীর কাছে নিয়ে আসার একটি চুকতিবদ্ধ প্রতিজ্ঞা করলেন। • হারণ – সেই শহর যেখানে অব্রহামের পরিবার বসবাস করছিল। • কনান – প্রতিশ্রুত দেশ যা ঈশ্বর অব্রহামকে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন।

বিষয়বস্তু

পটভূূ

• সদাপ্রভু • অব্রহাম (এই কাহিনীগুলিতে তাকে অব্রম বলা হয়েছে)

প্রধান চরিত্রগুলি

প্লট

ভূ কা এবং প্রারমভিক ঘটনাগুলিূ 1. সদাপ্রভু অব্রামে কাছে আসলেন ও তাকে তার বাড়ি ছেড়ে একটি নতুন দেশে যেতে বললেন। 2. তিনি তাকে একটি বিশাল জাতিতে পরিণত করার, তাকে আশীর্াদ করার ও তার মধ্য দিয়ে সমগ্র পৃথিবীকে আশীর্াদ করার প্রতিজ্ঞা করলেন। চড়ান্ত পর্ায়্া 3. অব্রম সদাপ্রভুর কথা শুনলেন। তিনি তার স্ত্রী, সারির সাথে ও ভাগনে ল�োটের সাথে হারণ ছাড়লেন, এবং কনান দেশের দিকে যাত্রা শুরু করলেন। 4. সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞাকে অব্রামে কাছে সুনিশচিত করলেন, ও তাকে বললেন যে অব্রামে বংশধরেরা আকাশের তারার মত অসংখ্ হবে। 5. অব্রম সদাপ্রভুকে বিশ্বাস করলেন, এবং এটাই তাকে ধার্মি ক প্রতিপন্ন করেছিল।

সমাপনী ঘটনাগুলি ও পরিণতি 6. অব্রামে বংশধরদের কনান দেশ দেওয়ার একটি চুকতি করলেন।

Made with FlippingBook - Online magazine maker