Bible Blossom Storyteller's Handbook, Bengali-Standard Edition
ম িশর থেকে উদ্ধ া • 69
একটি বলিদানের রক্তে মাধ্যম সদাপ্রভু তাঁর ল�োকেদেরকে মৃত্য থেকে রক্ষ করবেন।
বিষয়বস্তু
মিশর – যে রাত্রিতে দশম আঘাত এসে পড়েছিল
পটভূূ
• সদাপ্রভু • ম�োশি ও হার�োণ • ফর�ৌণ
প্রধান চরিত্রগুলি
প্লট
ভূ কা এবং প্রারমভিক ঘটনাগুলিূ 1. যে রাত্রিতে ঈশ্বর মিশরের প্রত্যক প্রথমজাত পুরুষ সন্তানদের মেরে ফেলেছিলেন, সেই রাত্রে ইস্রায়লীয়দের সন্তানদের আঘাত না করে, তাদের উপর দিয়ে চলে গিয়েছিলেন। 2. প্রত্যক পরিবারকে একটি মেষশাবক বলি দিতে বলা হয়েছল, এবং সেই মেষশাবকের রক্ তাদের বাড়ি দরজার চ�ৌকাঠে লাগাতে বলা হয়েছল। 3. যেখানেই সদাপ্রভু রক্তে দাগ দেখেছিলেন, সেই বাড়িকে আঘাত না করে তিনি চলে গিয়েছিলেন। চড়ান্ত পর্ায়্া 4. প্রত্যক ইব্রয় পরিবার তাদের বাড়ির দরজার চ�ৌকাঠে রক্ লাগিয়ে রেখেছিল, সেই সম্পূ র্ মেষটিকে তারা রান্না করে খেয়েছিল এবং সেই রাত্রেই মিশর থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছল। 5. সদাপ্রভু মিশরের সমস্ স্থন পরিদর্ন করেছিলেন এবং মিশরের প্রত্যকটি প্রথমজাত পুরুষ সন্তানদের মেরে ফেলেছিলেন। 6. ফর�ৌণ ম�োশি ও হার�োণকে ডাকেন এবং ইস্রায়লীয়দের সঙগে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে বলেন। সমাপনী ঘটনাগুলি ও পরিণতি 7. সদাপ্রভু তাঁর ল�োকেদেরকে আদেশ করেছিলেন সেই বিশেষ দিনটিকে প্রত্যক বছর নিস্তারপ্ নামে উদযাপন করতে, যেখানে তারা একটি ভ�োজে অংশগ্রহণ করবে এবং এই দিনের ঘটনাটিকে পুনরাবৃত্তি করবে ও স্মরণ করবে। 8. ঈশ্বর তাঁর ল�োকেদেরকে দিনের বেলায় মেঘের স্তম ও রাত্রি বেলায় আগুনের স্তম রূপে নেতৃত্ব দিয়েছিলেন।
Made with FlippingBook - Online magazine maker