রাইফ ফর হােভ : Ripe for Harvest, Bengali-Standard Edition
সেশন ২ : প্রস্তৃতি গ্রহণ • 157
যাক�োব ৫:১-৬ পদ- “ধনীরা, ত�োমরা শ�োন। ত�োমাদের উপর যে কষ্ আসছে তার জন্য কাঁদ ও হাহাকার কর। [২] ত�োমাদের ধন নষ্ হয়ে গেছে এবং ত�োমাদেও কাপড়-চ�োপড় প�োকায় কেটেছে। [৩] ত�োমাদের স�োনা ও রূপাতে মরচে ধরেছে, আর সেই মরচে ত�োমাদের বিরুদ্ধ সাক্ষ্ দেবে এবং অগ্নির মত করে ত�োমাদের মাংস খেয়ে ফেলবে। এই শেষ দিনগুল�োতে ত�োমরা ধন-সম্পত্ত জমা করেছ। [৪] ত�োমাদের ক্ষেত যে মজুরেরা ফসল কেটেছে ত�োমরা তাদের মজুরি দাও নি; আর দেখ, সেই মজুরি এখন চিৎকার করে ত�োমাদের দ�োষী করছে। সর্ক্মতার অধিকারী প্রভুর কানে সেই মজুরদের চিৎকার গিয়ে পৌঁছেছে । [৫] এই পৃথিবীতে ত�োমরা খুব আরামের মধ্যে দিন কাটিয়েছ এবং উচ্ছৃ ঙ্লতার হাতে নিজেদের ছেড়ে দিয়েছ। বধ করবার দিনের জন্য ত�োমরা নিজেদের কেবল তাজাই করেছ। [৬] ত�োমরা নির্ দে াষদের দ�োষী করেছ এবং মেরে ফেলেছ, আর তারা ত�োমাদের বাধা দেয় নি।” ইব্রীয় ১৩:৫ পদ- “টাকা-পয়সার ল�োভ থেকে নিজেদের দূরে রেখ�ো। ত�োমাদের যা আছে তাতেই সন্তুষ্ থেক�ো। ঈশ্র বলেছেন, আমি কখনও ত�োমাকে ছেড়ে যাব না বা কখনও ত�োমাকে ত্যাগ করব না।” প্রকাশিত বাক্য ৩:১৭ পদ- “তুমি বলছ, আমি ধনী; আমি বড় ল�োক হয়েছি, তাই আমার ক�োন কিছুর অভাব নেই। বেশ ভাল, কিন্তু তুমি ত�ো জান না যে, তুমি দুঃখী, দয়ার পাত্র, গরীব, অন্ধ ও উলঙ্।”
সেমিনারের
নতুন নিয়মের সুনির্ দি ষ্ শিক্ষ এই যে, . . .
আমরা ঈশ্রে রূপান্তরিত হওয়ার বিষয়টি দাবী করতে পারি না এবং রূপান্তরিত হওয়ার জন্য গরীব বা অসহায়দের বেছে নিতে পারি না।
মরিয়ম সখরিয় ও ইলীশাবেথের ঘরে উচ্চস্বরে যে গান গেয়েছিলেন তা ছিল খুবই তাৎপর্পূর্, যা নতুন স্বর্রাজ্যের প্রত্যাশার একটি সুস্পষ্ অর্ প্রকাশ করে . . . পাঁচ ধরনের ল�োকেরা এতে হতবাক ও বিস্মিত হয়ে পড়ে। মরিয়মের দর্নে সমাজের উঁচুস্রে যারা রয়েছে তারা গর্ বি ত, ধনী ও ক্মতাশালী . . . একই সঙ্গ রয়েছে গরীব ও ক্ষুধার্ ল�োকেরা, যারা সমাজের একেবারে নীচুতলার অধিবাসী, উপরে চড়ার জন্য যারা অতিশয় বিস্ময়াপন্ন . . . গালীলিয় দরিদ্র কৃষক পরিবারের ছ�োট্ট মেয়ে মরিয়মের প্রত্যাশা ছিল মশীহের রাজ্য সমাজের এই সব উঁচু-নীচু ভেদাভেদে একটু নাড়া দিতে এই পৃথিবীতে নেমে আসবে. . . [কিন্তু] ঈশ্রের রাজ্য কেবলমাত্র সেই জন্য নয়। এটি আমাদের অবস্থর জন্য কর্তৃ ত্বধারী বা ক্মতাসম্ন্ন। স্বর্রাজ্যের মূল্যব�োধগুল�ো বর্মানে প্রচলিত সমস্ বিষয় ও দবিধাদ্বন্ নিয়েও কথা বলে। ~ ড�োনাল্ বি. ক্রেবল। দ্য আপসাইড ডাউন কিংডম, রেভাঃ ইডি। স্কটসডেল, পিএ : হেরাল্ প্রেস, ১৯৯০, পৃষ্ঠ- ১৭-২১।
প্রসঙ্গ মূল্যব�োধ/দর্ন প্রস্তুত করা শুরু বা আরম্ভ করা সমবেত বা একত্রিত করা তত্ত্বধান স্থনান্তর বা পরিবর্ন সময়সূচী/সন
Made with FlippingBook Ebook Creator