রাইফ ফর হােভ : Ripe for Harvest, Bengali-Standard Edition
সেশন ২ : প্রস্তৃতি গ্রহণ • 165
প�ৌল ও ওনীষিমের উদাহরণ:
ফিলীমন ১:১০-১৭ পদ- “আমি প�ৌল ত�োমার কাছে আমার সন্তান ওনীষিমের জন্য অনুর�োধ করছি। জেলখানায় আমার বন্দ অবস্থা সে বিশ্বসী হিসাবে আমার সন্তান হয়েছে। [১১] এক সময় ছিল যখন ত�োমার কাছে তার ক�োন মূল্য ছিল না, কিন্তু এখন সে ত�োমার ও আমার দু’জনের কাছেই মূল্যবান। [১২] যা হ�োক, আমি তাকে ত�োমার কাছে ফিরে পাঠাচ্ছ; সে আমার প্রাণের মতই প্রিয়। [১৩] আমি তাকে আমার নিজের কাছে রাখতে চেয়েছিলাম, যেন সুখবর প্রচার করবার দরুন আমার এই বন্দ অবস্থা সে ত�োমার হয়ে আমার সেবা করতে পারে। [১৪] কিন্তু ত�োমার অনুমতি ছাড়া আমি কিছুই করতে চাই নি, যেন জ�োর করে ত�োমার দয়া আদায় করতে না হয়, বরং তুমি যেন নিজে থেকেই দয়া কর। [১৫] তুমি যাতে চিরকালের জন্য তাকে ফিরে পেতে পার, হয়ত�ো সেইজন্যই সে অল্প কালের জন্য ত�োমার কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিল। [১৬] কিন্তু তুমি তাকে আর দাস হিসাবে পাবে না বরং দাসের চেয়ে বেশী, অর্াৎ প্রিয় ভাই হিসাবে পাবে। সে আমার কাছে খুবই প্রিয়, কিন্তু মানুষ ও বিশ্বসী ভাই হিসাবে ত�োমার কাছে আরও প্রিয়। [১৭] সেইজন্য যদি তুমি আমাকে একই বিশ্বাস বিশ্বসী মনে কর তবে আমাকে যেভাবে গ্হণ করতে ওনীষিমকেও ঠিক সেইভাবে গ্হণ কর।”
সেমিনারের
অনেক জ্ঞাী ব্যকতিই বিশ্বস করেন যে, এই ওনীষিমই প্রাথমিক সময়ে মন্ডলীর একজন বিশপ হয়েছিলেন!
আমাদের এ বিষয়ে তেমন ক�োন ধারণা নেই যে, প�ৌল যখন ওণীষিমের বিষয়ে লিখছিলেন তখন তার বয়স কত ছিল; কিন্তু সেই সময়ের একজন যুবক মানুষ কিশ�োর কিংবা বিশ বছরের আশেপাশের হতে পারে, আবার সেটি সাক্ষ্মর হওয়ার সময় বয়স সত্তর হতে পারে- ঐ দিনগুল�োতে বিশপ হওয়ার জন্য বয়সটি অবিশ্বস্য বা অসম্ভব ছিল না . . . এই বইয়ের সংরকষিত সংস্করণটি [ফিলীমন] অবশ্যই ব্যাখ্য করতে হবে। ঐ ওনীষিমই যে ইফিসের বিশপ হয়েছিলেন সেটি ক�োন অভাবনীয় বা অসম্ভব ক�োন বিষয় নয়। যদি তেমনটি হয়ে থাকে . . . তথাপি তিনি এই সম্বন্ধে জানতে ব্যর্ হয়েছিলেন [ প�ৌলুনী ক�োর্াস’র সংগ্হ] এবং এটি নিশচিত করতে পারতেন যে, তাকে লেখা প�ৌলের এই চিঠি ক�োথায় পাওয়া গিয়েছিল। ~ এফ. এফ. ব্রুস। কলসী, ফিলীমন ও ইফিষীয়দের কাছে লেখা পত্র। দ্য নিউ ইন্টরন্যাশনাল কমেনটারী অন দ্য নিউ টেস্টামেন্ গ্র্যন্ড র্যাডস্, ইয়ার্ম্যা, ১৯৮৪ খ্র, পৃষ্ঠ- ২০২।
প্রতিটি গরীব ল�োককে তার আহ্বাের সম্ভাব্য সহজাত বিষয়গুল�োর ভিত্তিতে বিচার করতে হবে।
প্রসঙ্গ মূল্যব�োধ/দর্ন প্রস্তুত করা শুরু বা আরম্ভ করা সমবেত বা একত্রিত করা তত্ত্বধান স্থনান্তর বা পরিবর্ন সময়সূচী/সন
Made with FlippingBook Ebook Creator