রাইফ ফর হােভ : Ripe for Harvest, Bengali-Standard Edition
সেশন ৪: তত্ত্বধান ও স্থনান্তর • 425
খ. অভ্যন্তরীণ বা ভিতরের দিকের পরিচর্া- শিষ্য গঠন ও জবাবদিহিতা গ. বাহ্যক বা বর্ হি মুখী পরিচর্া- তাদের গ�োষ্ঠ/সমাজ ও পৃথিবীব্যাপী পৌঁছান�ো ৫. অর্নৈতিক স্বাবলম্বীতা/স্বাধীনতা ও জবাবদিহিমূলক ব্যবস্থ খ. একটি নির্ দি ষ্ সময়ের মধ্যে নেতৃত্ব স্বজাতীয়দের নিকট হস্তন্তর করার জন্য মন্ডলী স্থপন করার প্রকরিয়ার শুরুতেই লক্ষ্গুল�ো ঠিক করুন। ঐ সময়কালের মধ্যে সর্ বে াপরি ম�ৌলিক উপকরণগুল�ো প্রতিষ্ঠ করার জন্য কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান।
গ. এই উত্তরণ বা স্থাান্তর কাজটি কখন করতে হবে তা জানতে পবিত্র আত্মর পরিচালনার জন্য প্রার্না করুন।
IV . স্বজাতীয় ল�োকদের কাছে মন্ডলীকে স্বাধীন করে দিন।
ক. মন্ডলীকে সুসংগঠিত করতে এর মাতৃ-মন্ডলী কিংবা সংস্থর কাছ থেকে পাওয়া দিক নির্ দে শনাগুল�ো অনুসরণ করুন (উদাহরণস্বরূপ- আইনসঙ্ত বা সাংবিধানিক নিয়মাবলী বা বাইলস)।
খ. সম্পূর্ভাবে প্রতিষ্ঠত মন্ডলীকে প্রশাসনিকভাবে স্বীকৃতি প্রদান করতে সংবিধান বা গঠনতন্ত্র সংক্রন্ত সভা পরিচালনা।
গ. নিয়�োগদান সংক্রন্ত সভা বা উপাসনার মধ্য দিয়ে নেতৃত্ব ভার স্বজাতীয় নেতৃবৃন্দর হাতে তুলে দেওয়া।
ঘ. এ বিষয়ে নিশচিত হ�োন যে, উৎসাহদান, সমর্ন ও জবাবদিহিতার জন্য অন্যান্য মন্ডলী ও বিশ্বসীদের সাথে আপনার মন্ডলী ও এর নেতৃবৃন্দর সুন্র য�োগায�োগ সম্প র্ আছে।
ঙ. নিজস্ব সিদ্ধন্ত গ্হণ ও ভুল করতে তাদেরকে একাকী থাকার অনুমতি দিন।
দলীয় অনুশীলন বা চর
ত
V . আত্মবশ্বস বজায় রাখুন। প্রেরিত প�ৌলের মত�ো ঈশ্রের সক্মতার উপর আত্মবশ্বস রাখুন যে, আপনি ছেড়ে চলে গেলেও ঐ মন্ডলীর ভার তিনি বহন করবেন। ফিলিপীয় ১:৬ পদে লেখা আছে, “আমার এই বিশ্বস আছে, ত�োমাদের অন্তরে যিনি ভাল কাজ করা শুরু করেছেন তিনি খ্রী যীশুর আসবার দিন পর্ন্ত তা ্ চালিয়ে নিয়ে শেষ করবেন।”
প্রসঙ্গ মূল্যব�োধ/দর্ন প্রস্তুত করা শুরু বা আরম্ভ করা সমবেত বা একত্রিত করা তত্ত্বধান স্থনান্তর বা পরিবর্ন সময়সূচী/সন
Made with FlippingBook Ebook Creator