রাইফ ফর হােভ : Ripe for Harvest, Bengali-Standard Edition

162 • রাইপ ফর হা ্ ভে স্ট

লূক ১৪:১২-১৪ পদ- “যিনি তাঁকে নিমন্ত্রণ করেছিলেন পরে যীশু তাকে বললেন, যখন আপনি খাওয়া-দাওয়ার আয়�োজন করবেন বা ভ�োজ দেবেন তখন আপনার বন্ধুদের বা ভাইদের কিম্বা আত্মী-স্বজনদের বা ধনী প্রতিবেশীদের নিমন্ত্রণ করবেন না। তা করলে হয়ত�ো তারাও এর বদলে আপনাকে নিমন্ত্রণ করবেন আর এইভাবে আপনার নিমন্ত্রণ শ�োধ হয়ে যাবে। [১৩] কিন্তু আপনি যখন ভ�োজ দেবেন তখন গরীব, নুলা, খোঁড়া এবং অন্ধদের ডাকবেন। [১৪] তাতে আপনি ঈশ্রের আশীর্াদ পাবেন, কারণ তারা আপনার সেই নিমন্ত্রণের শ�োধ দিতে পারবে না। যখন মৃত্যু থেকে নির্ দে াষ ল�োকদের জীবিত করা হবে তখন আপনি এর শ�োধ পাবেন।”

লূক ১১:৪১ পদ- “আপনাদের থালা-বাটির ভিতরে যা আছে তা-ই বরং ভিক্ষর মত দান করুন; দেখবেন, সব কিছুই আপনাদের কাছে শুচি হবে।”

মথি ২৫:৪১-৪৬ পদ- “পরে তিনি তাঁর বাঁ দিকের ল�োকদের বলবেন, ওহে অভিশপ্ত ল�োকেরা, আমার কাছ থেকে ত�োমরা দূর হও। শয়তান এবং তার দূতদের জন্য যে চিরকালের আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যাও। [৪২] যখন আমার খিদে পেয়েছিল তখন ত�োমরা আমাকে খেতে দাও নি; যখন পিপাসা পেয়েছিল তখন জল দাও নি; [৪৩] যখন অতিথি হয়েছিলাম তখন আশ্রয় দাও নি; যখন খালি গায়ে ছিলাম তখন আমাকে কাপড় পরাও নি; যখন অসুস্ হয়েছিলাম এবং জেলখানায় বন্দ অবস্থা ছিলাম তখন আমাকে দেখতে যাও নি। [৪৪] তখন তারা তাঁকে বলবে, প্রভু কখন আপনার খিদে বা পিপাসা পেয়েছে দেখে, কিম্বা অতিথি হয়েছে দেখে, কিম্বা খালি গায়ে দেখে, কিম্বা অসুস্ বা জেলখানায় আছেন জেনে সাহায্য করি নি? [৪৫] উত্তরে তিনি তাদের বলবেন, আমি ত�োমাদের সত্যিই বলছি, ত�োমরা যখন এই সামান্য ল�োকদের মধ্যে ক�োন একজনের জন্য তা কর নি তখন তা আমার জন্যই কর নি। [৪৬] তারপর যীশু বললেন, এই ল�োকেরা অনন্ত শাস্ত পেতে যাবে, কিন্তু ঐ ঈশ্র ভক্ ল�োকেরা অনন্ত জীবন ভ�োগ করতে যাবে।”

সেমিনারের

মন্ডলী স্থপনকারীর প্রধান গুণ: দলকে দৃঢ়ভাবে এ বিষয়ে মনে করিয়ে দেওয়া যে, যীশুর প্রতি যে বিশ্বসতা তা গরীব ল�োকদের প্রতি বিশ্বসতার সাথে ও তভাবে জড়িত।

III . ঈশ্রের অনুগ্রহর মধ্যকার মন�োনীত গরীবদের জন্য আমাদের পরিচর্া বা সেবার প্রত্যাশা কি বিশ্বসযুক্?্

এক্লেগ�মাই- নির্াচিত করা: বাছাই করা, অনেকগুল�োর মধ্য থেকে বাছাই করে নেওয়া, পছন্ করা হয়েছে।

নিজের জন্য পছন্ করা, মন�োনীত বা নির্াচিত করা, বেছে নেওয়া, যেটা পছন্ হয় নি সেটাকে প্রত্যাখ্যা করার দরকার নেই, কিন্তু পছন্দী জিনিসটার প্রতি মন�োয�োগ দিন, পছন্ ও অপছন্দর মাঝে য�োগায�োগ সম্প র্ স্থপন করার দিকে দৃষ্টপাত করুন। এটির সাথে অনেকগুল�ো জিনিসের মধ্য থেকে অগ্রাধকার ও বাছাইকৃত বিষয়টি জড়িত। ~ স্পির�োস জ�োদ্দিয়টস। “এক্লেগ�মাই।” দ্য কমপ্লট ওয়ার্ ডিকসনারি: নিউ টেস্টামেন্।

প্রসঙ্গ মূল্যব�োধ/দর্ন প্রস্তুত করা শুরু বা আরম্ভ করা সমবেত বা একত্রিত করা তত্ত্বধান স্থনান্তর বা পরিবর্ন সময়সূচী/সন

Made with FlippingBook Ebook Creator