রাইফ ফর হােভ : Ripe for Harvest, Bengali-Standard Edition

সেশন ২ : প্রস্তৃতি গ্রহণ • 161

মথি ১১:২-৬ পদ- “য�োহন জেলখানায় থেকে যখন খ্রীষর কাজে কথা শুনলেন তখন তার শিষ্যদের দিয়ে যীশুকে জিজ্ঞসা করে পাঠালেন, [৩] যাঁর আসাবার কথা আছে আপনি কি তিনি, না আমরা আর কারও জন্য অপেক্ষ করব? [৪] উত্তরে যীশু তাদের বললেন, ত�োমরা যা শুনছ এবং দেখছ তা গিয়ে য�োহনকে বল। [৫] তাকে জানাও যে, অন্ধেরা দেখছে, পঙ্গুরা হাঁটছে, চর্র�োগীরা শুচি হচ্ছ, খঞ্রা ল�োকেরা শুনছে, মৃতেরা বেঁচে উঠছে আর গরীব ল�োকদের কাছে সুখবর প্রচার করা হচ্ছ। [৬] আর সে-ই ধন্য যে আমাকে নিয়ে মনে ক�োন বাধা না পায়।”

গ. যীশু গরীব ও অত্যাচারিত ল�োকদের জন্য একই ধরনের মন�োভাব বা চেতনা নিয়ে তাঁর পরিত্রাণ ও শিষ্যত্বগঠন কার্ সম্ন্ন করেন।

লূক ১৯:২-১০ পদ- “সেখানে সক্কেয় নামে একজন ছিলেন। তিনি ছিলেন প্রধান কর আদায়কারী এবং একজন ধনী ল�োক। [৩] যীশু কে?, তা তিনি দেখতে চেষ্ট করছিলেন, কিন্তু বেঁটে ছিলেন বলে ভিড়ের জন্য তাঁকে দেখতে পাচ্ছিলে না। [৪] তাই তিনি যীশুকে দেখবার জন্য সামনে দ�ৌড়ে গিয়ে একটা ডুমুর গাছে উঠলেন, কারণ যীশু সেই পথ দিয়েই যাচ্ছিলে। [৫] যীশু সেই ডুমুর গাছের কাছে এসে উপরের দিকে তাকালেন এবং সক্কেয়কে বললেন, সক্কেয়, তাড়াতাড়ি নেমে এস, কারণ আজ ত�োমার বাড়ীতে আমাকে থাকতে হবে। [৬] সক্কেয় তাড়াতাড়ি নেমে আসলেন এবং আনন্দর সঙ্গ যীশুকে গ্হণ করলেন। [৭] এ দেখে সবাই বিড়বিড় করে বলল, উনি একজন পাপী ল�োকের অতিথি হতে গেলেন। [৮] সক্কেয় সেখানে দাঁড়িয়ে প্রভুকে বললেন, প্রভু, আমি আমার ধন-সম্পত্তর অর্ ধে ক গরীবদের দিয়ে দিচ্ছ এবং যদি কাউকে ঠকিয়ে থাকি তবে তার চারগুণ ফিরিয়ে দিচ্ছ। [৯] তখন যীশু বললেন, এই বাড়ী আজ পাপ থেকে উদ্ধর হল, কারণ এ ত�ো অব্রাহামের বংশের ল�োক। [১০] যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও পাপ থেকে উদ্ধর করতেই মনুষ্যপুত্র এসেছেন।” মথি ১৯:২১-২৩ পদ- “যীশু তাকে বললেন, যদি তুমি পুর�োপুরি খাঁটি হতে চাও তবে গিয়ে ত�োমার সমস্ সম্পত্ত বিকরি করে গরীবদের দান কর। তাতে তুমি স্বর্ গে ধন পাবে। তারপর এসে আমার শিষ্য হও। [২২] এই কথা শুনে যুবকটি খুব দুঃখিত হয়ে চলে গেল, কারণ তার অনেক ধন-সম্পত্ত ছিল। [২৩] তখন যীশু তাঁর শিষ্যদের বললেন, আমি ত�োমাদের সত্যিই বলছি, ধনী ল�োকের পক্ষ স্বর্রাজ্যে প্রবেশ করা কঠিন হবে।” লূক ১২:৩২-৩৪ পদ- “হে আমার মেষের ছ�োট দল, ভয় ক�োর�ো না, কারণ ত�োমাদের পিতার ইচ্ছ এই যে, তাঁর রাজ্য তিনি ত�োমাদের দেবেন। [৩৩] ত�োমাদের বিষয়-সম্পত্ত বিকরি করে ভিক্ষ হিসাবে দান কর। যে টাকার থলি কখনও পুরান�ো হয় না তা-ই নিজেদের জন্য তৈরী কর, অর্াৎ যে ধন চিরদিন টিকে থাকে তা-ই স্বর্ গে জমা কর। সেখানে চ�োরও আসে না এবং প�োকায়ও নষ্ করে না। [৩৪] ত�োমাদের ধন যেখানে থাকবে ত�োমাদের মনও সেখানে থাকবে।”

সেমিনারের

প্রসঙ্গ মূল্যব�োধ/দর্ন প্রস্তুত করা শুরু বা আরম্ভ করা সমবেত বা একত্রিত করা তত্ত্বধান স্থনান্তর বা পরিবর্ন সময়সূচী/সন

Made with FlippingBook Ebook Creator