রাইফ ফর হােভ : Ripe for Harvest, Bengali-Standard Edition

সেশন ৪: তত্ত্বধান ও স্থনান্তর • 343

II . প্রভু, একজন য�োদ্ধ হিসেবে তাঁর ল�োকদের ঐ দেশ দখল বা অধিকার করান�োর জন্য তিনি নিজে তাঁর শত্রুদের সাথে যুদ্ করেন- কনান দেশ দখল করার চিত্র ও কাহিনী।

ক. যীশু খ্রীষর নামে, পবিত্র আত্মর শকতি দ্বরা ও খ্রীষর সৈনিকদের মধ্য দিয়ে ঈশ্র দিয়াবল ও তার দূতদের শয়তানীমূলক প্রতির�োধ ও হুমকির বিরুদ্ধ যুদ্ করেন।

যিশাইয় ১৪:১২-১৭ পদ- “হে শুকতারা, ভ�োরের সন্তান, তুমি ত�ো স্বর্ থেকে পড়ে গেছ। তুমি একদিন জাতিদের পরাজিত করেছ আর ত�োমাকেই এখন পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে। তুমি মনে মনে বলেছ, আমি স্বর্ গে উঠব, ঈশ্রের তারাগুল�োর উপরে আমার সিংহাসন উঠাব; যেখানে দেবতারা জড়�ো হয় উত্তর দিকের সেই পাহাড়ের উপরে আমি সিংহাসনে বসব। আমি মেঘের মাথার উপর উঠব; আমি মহান ঈশ্রের সমান হব। কিন্তু ত�োমাকে মৃতস্থাে নামান�ো হয়েছে, হ্যা, সেই গর্ তে র সব চেয়ে নীচু জায়গায় নামান�ো হয়েছে। যারা ত�োমাকে দেখে তারা ত�োমার দিকে তাকিয়ে থাকে। তারা ত�োমার অবস্থ দেখে বলে, ‘যে পৃথিবীকে নাড়াত�ো আর রাজ্যগুল�োকে কাঁপাত এ কি সেই ল�োক? এ কি সে, যে জগতকে মরুভূমির মত করত, শহরগুল�োকে উলটে ফেলত, আর বন্দীদর বাড়ী ফিরে যেতে দিত না।’” খ. তারপর, যীশু খ্রীষর নামে, পবিত্র আত্মর শকতির দ্বরা এবং খ্রীষর য�োদ্ধর মধ্য দিয়ে ঈশ্র বর্মান পৃথিবী যেটি লালসা, ল�োভ ও গর্ বা অহংকার দ্বরা উদ্দীপত তার বিরুদ্ধ যুদ্ করেন। গীতসংহিতা ২:১-৯ পদ- “কেন অস্থও হয়ে চেঁচামচি করছে সমস্ জাতির ল�োক? কেন ল�োকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে? সদাপ্রভু ও তাঁর মশীহের বিরুদ্ধ পৃথিবীর রাজারা একসঙ্গ দাঁড়াচ্ছ আর শাসনকর্ারা করছে গ�োপন বৈঠক। তারা বলছে, এস, আমরা ভেঙ্গ ফেলি ওদের শিকল, ছিঁড়ে ফেলি ওদের বাঁধন আমাদের উপর থেকে। সদাপ্রভু স্বর্ গে র সিংহাসন থেকে হাসছেন; তিনি তাদের বিদ্রুপ করছেন। তিনি ভীষণ অসন্তুষ্ হয়ে তাদের ধমক দেবেন, তাঁর ক্রোধের আগুন তাদের মনে ভয় জাগাবে। সদাপ্রভু বলবেন, আমি যাঁকে রাজা করেছি তাঁকে আমার পবিত্র সিয়�োন পাহাড়ে বসিয়েছি। রাজা বলবেন, সদাপ্রভু যা স্থর করেছেন আমি তা ঘ�োষণা করব; তিনি আমাকে বলেছেন, তুমি আমার পুত্র, আজই আমি ত�োমার পিতা হলাম। তুমি আমার কাছে চাওদ, তাতে সম্পত্ত হিসাবে আমি ত�োমার হাতে অযিহূদী জাতিদের দেব; গ�োটা পৃথিবীটা ত�োমার অধিকারে আসবে। ল�োহার দন্ড দিয়ে তুমি তাদের ভেঙ্গ ফেলবে, চুরমার করে ফেলবে মাটির পাত্রের মত।” যাক�োব ৪:৪ পদ- “অবিশ্বস ল�োকেরা! ত�োমরা কি জান না, জগতের বন্ধু হওয়া মানে ঈশ্রের শত্রু হওয়া? সেইজন্য যে কেউ জগতের বন্ধু হতে ইচ্ছ করে সে নিজেকে ঈশ্রের শত্রু করে ত�োলে।”

আরাধনা ও

প্রসঙ্গ মূল্যব�োধ/দর্ন প্রস্তুত করা শুরু বা আরম্ভ করা সমবেত বা একত্রিত করা তত্ত্বধান স্থনান্তর বা পরিবর্ন সময়সূচী/সন

Made with FlippingBook Ebook Creator