রাইফ ফর হােভ : Ripe for Harvest, Bengali-Standard Edition

344 • রাইপ ফর হা ্ ভে স্ট

১য�োহন ২:১৫-১৭ পদ- “ত�োমরা জগৎ ও জগতের ক�োন কিছু ভালবেস�ো না। যদি কেউ জগৎকে ভালবাসে তবে সে পিতাকে ভালবাসে না, কারণ জগতের মধ্যে যা কিছু আছে- দেহের কামনা, চ�োখের ল�োভ এবং সাংসারিক বিষয়ে অহংকার-এর ক�োনটাই পিতার কাছ থেকে আসে না, জগৎ থেকেই আসে। জগৎ ও জগতের কামনা-বাসনা শেষ হয়ে যাচ্ছ, কিন্তু ঈশ্রের ইচ্ছ যে পালন করে সে চিরকাল থাকবে।” গ. তারপর, যীশু খ্রীষর নামে, পবিত্র আত্মর শকতির দ্বরা এবং খ্রীষর য�োদ্ধর মধ্য দিয়ে ঈশ্র তাঁর অন্তর্ামী আত্মর দ্বরা নীতিভ্রষ, মানবজাতির মধ্যে বিরাজমান মন্ আচার-আচরণের বা স্বভাবের বিরুদ্ধ লড়াই করেন। র�োমীয় ৮:৫-৮ পদ- “যারা পাপ স্বভাবের অধীন তাদের মন পাপ-স্বা যা চায় তাতে আগ্হী; আর যারা পবিত্র আত্মর অধিীনতাদের মন পবিত্র আত্ম যা চান তাতে আগ্হী। পাপ-স্বভাব যা চায় তাতে আগ্হী হবার ফল হলে মৃত্যু; আর পবিত্র আত্ম যা চান তাতে আগ্হী হবার ফল হল জীবন ও শান্তি। যে মন পাপ-স্বভাব যা চায় তাতে আগ্হী সেই মন ঈশ্রের বিরুদ্ধ, কারণ তা ঈশ্রের আইন-কানুন মানতে চায় না, মানতে পারে না। কাজেই যারা পাপ-স্বভাবের অধীন তারা ঈশ্রকে সন্তুষ্ করতে পারে না।”

III . সবশেষে/চূড়ান্তভাবে, প্রভু একজন য�োদ্ধ হিসেবে বিজয়ী হয়ে সমস্ কিছুকে তাঁর পায়ের নীচে রাখলেন যার মধ্যে রয়েছে শেষ শত্রু দিয়াবল, মৃত্যু এবং তিনি তাঁর ল�োকদের মাঝে তাঁর শান্তি তাদের প্রতি তাঁর চুকতি বা অঙ্গকৃত প্রাচুর্ আনয়ন করলেন- প্রতিজ্ঞত দেশের চিত্র ও কাহিনী।্

ক. ঈশ্র আধ্যাত্মক যুদ্ধাস্ দিয়ে আধ্যাত্মক শত্রুর বিরুদ্ধ যুদ্ বা লড়াই করেন।

১শমূয়েল ১৭:৪৫-৪৭ পদ- “তখন দায়ূদ সেই পলেষ্টীয়ক বললেন, তুমি আমার কাছে আসছ তল�োয়ার, বর্া আর ছ�োরা নিয়ে, কিন্তু আমি ত�োমার কাছে যাচ্ছ সর্ক্মতার অধিকারী সদাপ্রভু, ইস্রায়লীয় সৈন্যদলের ঈশ্রের নাম নিয়ে, যাঁকে তুমি টিটকারি দিয়েছ। সদাপ্রভু আজকের দিনেই ত�োমাকে আমার হাতে তুলে দেবেন। আমি ত�োমাকে আঘাত করব আর ত�োমার মাথা কেটে নেব। আজকেই আমি পলেষ্টী সৈন্যদের মৃতদেহ আকাশের পাখি ও পৃথিবীর পশুদের খেতে দেব। তা দেখে পৃথিবীর সবাই জানতে পারবে যে, ইস্রায়লীয়দের পক্ষ ঈশ্র বলতে একজন আছেন। যে সমস্ ল�োক আজ এখানে রয়েছে তারাও জানতে পারবে যে, সদাপ্রভু ক�োন তল�োয়ার বা বর্া দিয়ে উদ্ধর করেন না, কারণ এই যুদ্ সদাপ্রভূর; আর তিনি আমাদের হাতে ত�োমাদের তুলে দেবেন।” খ. যীশু খ্রী দিয়াবল ও তার প্রিয়পাত্রদের বিরুদ্ধ চলা যুদ্ বা লড়াই সুসম্ন্ন করবেন এবং এই পৃথিবীতে চলা শয়তানের কার্কলাপ ধ্বংস করতে তাঁর মিশন (প্রচার কাজ) বা পরিচর্া কাজ সমাপ্ত করেন।

আরাধনা ও

প্রসঙ্গ মূল্যব�োধ/দর্ন প্রস্তুত করা শুরু বা আরম্ভ করা সমবেত বা একত্রিত করা তত্ত্বধান স্থনান্তর বা পরিবর্ন সময়সূচী/সন

১য�োহন ৩:৮ পদ- “যে পাপ করতেই থাকে সে শয়তানের, কারণ শয়তান প্রথম থেকেই পাপ করে চলেছে। শয়তানের কাজকে ধ্বংস করবার জন্যই ঈশ্রের পুত্র প্রকাশিত হয়েছিলেন।”

Made with FlippingBook Ebook Creator